পটিয়ার ধলঘাট ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার মুরগি পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় ইউনিয়নের তেকোটা ২নং ওয়ার্ডের চন্দ্রকালা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবুল কামাল জানান, রশিদা পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল হাজির হয়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।