চট্টগ্রামে চাকরি হারানোর আশংকা করছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত এক হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ এ আশংকা প্রকাশ করেন। তারা চুক্তিভিত্তিক চাকুরিজীবীদের মেয়াদ নবায়ন করে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি উৎপল কুমার দে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে চুক্তিভিত্তিক প্রায় ২০ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার রয়েছে। চট্টগ্রামে রয়েছে প্রায় আড়াই হাজার। ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৩’ আইনের ৪ ধারায় যুক্ত ১১ নং উপ-ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কাজের জন্য অস্থায়ী অর্থাৎ সাময়িক, দৈনিক ভিত্তিক ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না।’ আরো বলা হয়েছে, ‘কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল শেষে বা তিনমাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফারমেশন লেটার না দেয়া হলেও তিনি স্থায়ী বলে গণ্য হবেন।’ কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা যুগযুগ ধরে চাকরি করলেও চাকরি স্থায়ীকরণ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, শ্রমমন্ত্রী ও পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের কাছে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।