সাংবাদিক কাজী জাফরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৭ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক ও চট্টগ্রামে প্রথম শহীদ মিনার নির্মাণের নেতৃত্বদানকারী, দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক কাজী জাফরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। পঞ্চাশ ও ষাটের দশকে প্রগতিশীল ছাত্র-গণআন্দোলনের এই নেতা আইয়ুবের সামরিক শাসন আমলে বারবার কারারুদ্ধ হন। ১৯৬২ সালে তারই নেতৃত্বে চট্টগ্রাম সরকারি কলেজ এলাকায় নির্মিত হয় প্রথম শহীদ মিনার। পরে তার অনুসরণে নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদ মিনার নির্মাণ ও বড় পরিসরে ২১ ফেব্রুয়ারি পালন শুরু হয়। কাজী জাফরুল ইসলাম ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক। ১৯৬৬ সালে দৈনিক আজাদীতে যোগদানের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। মাঝে কয়েক বছর দৈনিক সংবাদে কাটালেও ফিরে এসে অবসর গ্রহণের আগ পর্যন্ত দৈনিক আজাদীতেই ছিলেন। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে জনসংযোগ ও সাংবাদিকতা, সাংবাদিকতা একটি বিজ্ঞান, ব্রিটিশ যুগে বাংলাদেশের সংবাদপত্র ও সাময়িকী, বাংলাদেশের সংবাদপত্র ও ট্রেড ইউনিয়ন আন্দোলন, সংবাদপত্র ও সাংবাদিক, চট্টগ্রামের সংবাদপত্রের ১২০ বছর, মধ্যযুগের মুসলিম শাসকেরাই বাংলা সাহিত্যের স্থপতি অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে হুইল চেয়ার বিতরণ
পরবর্তী নিবন্ধঅক্সিজেন মোড়ে পোশাক কর্মীদের সড়ক অবরোধ