নদী ভরাট একটি অপরাধ এবং যারা নদী ভরাট করে তারা ফৌজদারী আইনে অপরাধী বলে মন্তব্য করেছেন সাবেক নদী কমিশন চেয়ারম্যান মো. মুজিবুর রহমান হাওলাদার। কক্সবাজার পরিবেশ আন্দোলন বাপা’র আয়োজনে গত বুধবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কক্সবাজারে কোহেলিয়া নদী রক্ষায় ‘কোহেলিয়া নদী সংলাপ’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল নদী ভরাট করার নির্দেশনা প্রধানমন্ত্রী দেননি উল্লেখ করেন বলেন, ‘কোন নদীকে ভরাট করতে দেয়া যাবেনা। মহেশখালীর কোহেলিয়া নদীকে ড্রেজিং করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী মহেশখালীতে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি কখনো নদী ভরাট করার নির্দেশনা দেননি। যারা নদী ভরাট করছে তারা আইনের চোখে অপরাধী এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকারী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যকালে সাবেক নদী কমিশন চেয়ারম্যান মো. মুজিুবুর রহমান হাওলাদার বলেন, নদী ভরাট করে সড়ক নির্মাণ এটি ফৌজদারী অপরাধ। কোহেলিয়া নদী ভরাট করে উন্নয়ন কাজের জন্য সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। তারা ফৌজদারি অপরাধ করেছে। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনা হবে। তারপরেও নদীর নাব্যতা ও আগের কোহেলিয়া নদী আমরা দেখতে চাই। দেশের কোন নদী যেন কোহেলিয়া নদীর মতো ভরাট না হয় সেদিকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোল পাওয়ার জেনারেশন লিঃ এর নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম, কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মো. মোস্তফা জাবেদ, কক্সবজার মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. ইকবাল হোসেন, কক্সবাজার পৌরসভা প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি প্রমুখ।