এমএলএফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেমন জামাত আয়োজিত এমএলএফ ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত বুধবার রাতে রাইফেল ক্লাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন পুরষ্কার লাভ করে। অনূর্ধ্ব-১৭ এককে ইউসুফ রেজা চ্যাম্পিয়ন এবং আহমেদ রেজা রানার্স আপ হয়েছে। অনূর্ধ্ব-১৫ দ্বৈতে ইউসুফ রেজা এবং ওবাইস আমিন চ্যাম্পিয়ন আর আরশাদ খাগরী জুটি রানার্স আপ হয়েছে। ‘এ’ গ্রুপ এককে ফাহিম আরবি চ্যাম্পিয়ন আর মো. আনাস রানার্স আপ হয়েছে। দ্বৈতে ফাহিম-শাহবাজ চ্যাম্পিয়ন এবং ইরতেশাম-ইফাজ রানার্স আপ হয়েছে। ‘বি’ গ্রুপ এককে মো. হামজা চ্যাম্পিয়ন এবং মোহাম্মদ ফোরকান রানার্স আপ হয়েছে। দ্বৈতে হামজা-ফোরকান চ্যাম্পিয়ন এবং নাঈম-ইকবাল রাজা রানার্স আপ হয়েছে। ‘সি’ গ্রুপের এককে ইরফান ফাতাহ চ্যাম্পিয়ন এবং আবদুল গাফ্‌ফার রানার্স আপ হয়েছে। দ্বৈতে সাব্বির-ইরফান জুটি চ্যাম্পিয়ন এবং রফিক-আবদুল রউফ জুটি রানার্স আপ হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেমন জামাতের যুগ্ম সম্পাদক সেলিম ধানানি, চট্টগ্রাম রাইফেল ক্লাবের ডেপুটি সেক্রেটারী সামির বঙ, এমএলএফ চেয়ারম্যান মো. আকতার হোসাইন, এমএলএফ ভাইস চেয়ারম্যান আমিন মজিদ, ফারুখ বিলখাওয়ালা, এমএলএফ সিনিয়র সদস্য এ গাফফার নাথানি, জুনাইদ খাগরি, সেলিম বাকালি, জাকির খাগরি, হামজা নাথানি, ফোরকান বিলখাওয়ালা, মোহাম্মদ নাঈম, ফয়সাল মুন, সামির বাকালি সহ মেমন জামাতের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিকেএসপি চট্টগ্রাম শাখায় খেলোয়াড় বাছাই আজ ও কাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সাবেক ও বর্তমান জুডো, বাস্কেটবল, রাগবি ও সাইক্লিং খেলোয়াড়দের জ্ঞাতার্থে