বাংলাদেশে হারিয়ে যাওয়া লোকজ খেলাধুলার আধুনিকায়ন ও উন্নয়ন এবং বিশ্বব্যাপী প্রসারের লক্ষ্যে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন সারাদেশে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দু’দিনব্যাপী বিভাগীয় কোচেস এবং জাজেস প্রশিক্ষণ কোর্স। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন,চট্টগ্রাম এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে। প্রশিক্ষণ কোর্স শুরু উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন,চট্টগ্রাম এর আহবায়ক চৌধুরী ফরিদ। তিনি জানান,বাংলাদেশের লোকজ খেলাধুলার আধুনিকায়ন-উন্নয়ন,গতিশীলতা আনয়ন এবং বিশ্বব্যাপী প্রসারের লক্ষে মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের নেতৃত্বে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন সারাদেশে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে আজ ২৬ ও কাল ২৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় কোচেস ও জাজেস প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ২জন করে এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ৩০ জন সহ মোট ৫০ জন কোচ ও জাজ অংশ নিচ্ছেন। এতে রয়েছেন স্কুল এবং কলেজের শরীর চর্চা শিক্ষক এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধি। আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কোর্স উদ্বোধন করবেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। যেসব লোকজ খেলাধুলায় প্রশিক্ষণ প্রদান করা হবে সেগুলো হলো: হা-ডু-ডু,দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, সাতচারা, কানামাছি,ভোঁ-ভোঁ,এককভাবে মোরগ লড়াই, দড়ি লাফানো,বলী খেলা,এক্কাদোক্কা সহ আরো অনেক ইভেন্ট। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী,মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ এবং স্পন্সর সাইফুদ্দিন চৌধুরী দুলাল। এই সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মনির হোসেন, তানভীর আহমেদ, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, রেজিয়া বেগম ছবি, অ্যাসোসিয়েশনের সদস্য অধ্যক্ষ মনোয়ারা জাহান মনি, সাইফুল্লাহ্ মুনির রণি, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, ইকবাল মোরশেদ প্রমুখ।