ঢাকায় সিপিডিএলের মেগা প্রকল্প : চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে আরো একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের অন্যতম আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল।
গত ২৩ ফেব্রুয়ারি সিপিডিএল পরিবার ও ভূমি মালিক নজরুল ইসলামের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তাঁদের বারিধারার ভাটারার ১ নং রোডস্থ ১১৪৪ নং প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাঁদের আস্থা প্রকাশ করে প্রতিশ্রুত সময়ে প্রকল্প হস্তান্তরের আশাবাদ ব্যক্ত করেন। সিপিডিএলের পক্ষে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন আধুনিক নির্মাণশৈলীর মাধ্যমে একটি ল্যান্ডমার্ক প্রকল্প গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শীঘ্রই সাধারণের ক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মালিক সাইদা ইসলামসহ সিপিডিএল পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি অফিসার সমিতির শাস্তির দাবি ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধঅক্সিজেনে দেশবন্ধুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কাল