চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ডিন ড. কৌশিক দেব বলেছেন, নিত্যানন্দ পুরী মহারাজ ছিলেন অসাম্প্রদায়িক একজন ব্যক্তিত্ব। তিনি মানুষের মাঝে ভেদাভেদ করতেন না। সব সময় বলতেন সকল মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি। তার প্রয়াণে আমরা পূজনীয় একজন ব্যক্তিকে হারিয়েছি। গতকাল বুধবার সকালে পটিয়া কেলিশহর ইউনিয়নে সত্যানন্দ মহারাজ ও মঙ্গলদাশ মোহন্ত মহারাজ যোগসিদ্ধাশ্রমের অধ্যক্ষ নিত্যানন্দ পুরী মহারাজের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আশ্রমের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। প্রধান বক্তা ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তাপসানন্দ গিরি মহারাজ, চিন্ময়ানন্দ পুরীমহারাজ, সিংবীর সিং, অজিত মহারাজ, আত্মানন্দপুরী মহারাজ, লায়ন অজিত দেবনাথ, কল্লোল সেন, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান ইউনুচ মিয়া, এডভোকেট শিবুতোষ দাশ, আশ্রমের ভূমিদাতা সুনীল বরণ সেন, পিংকু দাশগুপ্ত, অনুপম বণিক লিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দেবনাথ, উদযাপন পরিষদের সভাপতি আশিষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দত্ত ও রবীন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন সজল দেবনাথ।