আল্লামা আনোয়ার খান ছিলেন মাজহাবের অনন্য এক সেবক

ইসলামিক ফ্রন্টের শোকসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচএম মুজিবুল হক শুক্কুর বলেছেন, আল্লামা আনোয়ারুল ইসলাম খান কেবলই একজন আলেম ছিলেননা বরং তিনি ছিলেন সুস্থ রাজনীতি এবং মাজহাব-মিল্লাতের অনন্য একজন সেবক। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বুধবার দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মরহুম আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খানের শোকসভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা আব্দুর রহিম তৈয়বী, এম মহিউল আলম চৌধুরী, হাফেজ আবু তাহের, মাওলানা মফিজুর রহমান, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা মঈনউদ্দীন সঞ্জরী, দিদারুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান খান ও রাশেদুল ইসলাম রাসেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ১০ কিমি ম্যারাথন ৬ মার্চ ।। অংশ নেবে দুই হাজার নারী-পুরুষ
পরবর্তী নিবন্ধরত্না বসাক