গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত-৩ মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত অভিযোগ গঠন করে বিচারের এ আদেশ দেন এবং এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন। খবর বাসসের।
গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করে র্যাব। ওই ঘটনায় র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতদের আসামি করা হয়। এরপর গত বছরের ১ নভেম্বর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ১৩ জনকে সাক্ষি করা হয়।