চবির চলমান পরীক্ষা স্থগিত

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্তটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই মন্তব্য করছেন। পাশপাশি আজ বৃহস্পতিবার দুপুরে তারা ক্যাম্পাসে সমাবেশেরও ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, পরীক্ষা নেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (আজ) নোটিশ দিয়ে বিভাগগুলোকে জানিয়ে দেওয়া হবে। কেন স্থগিত করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, সরকারের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয় পর্ষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সব বিভাগের মানতে হবে।
এদিকে পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অনেকেই মন্তব্য করেন, মহামারির কারণে দীর্ঘ সেশনজটে পড়ে বেশির ভাগ শিক্ষার্থী হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় চলমান পরীক্ষা স্থগিত হলে সে হতাশা আরও বাড়বে। পরীক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি অমানবিক। তাই পরীক্ষা চলমান রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন তার স্বায়ত্তশাসনের পরিচয় দেয়, আমরা সেই দাবি জানাই। পাশাপাশি তারা তিন দফা দাবিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান এবং বেলা সাড়ে ১১টায় তারা শহীদ মিনার চত্বরে অবস্থান নেবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ এপ্রিল
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ