বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএইচবিএফসিতে যোগদানের পূর্বে ড. সেলিম রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












