এটিএম শামসুজ্জামান তার কর্মগুণে অমর হয়ে থাকবেন

স্মরণসভায় বক্তারা

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংস্কৃতিজন এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর দেওয়ান বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় চৈতালি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আইনজীবী প্রফেসর কামরুন নাহার বেগমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা সাহেদা সুলতানা, সাধারণ সম্পাদক আবুল বশর, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, সমাজ কল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, সদস্য লাভলী বেগম, ওসমান খান, আবেদ খান। সভায় বক্তারা বলেন, এটিএম শামসুজ্জামান ছিলেন বাংলার সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি মরেও অমর হয়ে থাকবেন তার কর্মের মাধ্যমে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা কিশোর-কিশোরী ক্লাবের পুষ্টি বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে খোশরোজ শুরু আজ