দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন কৃষকরা

রাঙ্গুনিয়ায় কৃষকলীগের সভায় তথ্যমন্ত্রী

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভার্চুয়ালি বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নানা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ফসল উৎপাদন করে এদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে কৃষকরা। কৃষকরা হলেন এদেশের প্রাণ। তাদের ঘাম ঝরানো পরিশ্রমে সচল থাকে এদেশের অর্থনীতির চাকা। করোনার সময়েও কৃষকদের শ্রমে আমরা সুলভ মূল্যে কৃষিজ সামগ্রী পেয়েছি। দেশের অগ্রগতিতে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি কনভেনশন হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বষিু তালুকদার। সাধারণ সম্পাদক বিধু মুৎসুদ্দীর সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন এরশাদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বান্দরবান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. শওকতুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এম এ মান্নান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ বাহদুর, নারায়ন চন্দ্র দে, গোলাম কবির তালুকদার, আবদুল মান্নান তালুকদার, মো. আইয়ুব রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন ঘুরে গেলেন ভারতীয় বিমানবাহিনী প্রধান
পরবর্তী নিবন্ধপেকুয়ায় চুলার আগুনে পুড়ল ৪ দোকান