চন্দনাইশে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা, আহত ৭

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড- ১১-০৬০৪) পাঠানীপুল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে এবং গাড়ির ভেতর চালক, হেলপার ও শ্রমিকসহ পাঁচজন আটকা পড়েন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। তবে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অপরদিকে একইসময় ওই স্থানে চট্টগ্রামমুখী অপর একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৭-৪৪১৩) দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় আহতরা হলেন ঢাকার বাড্ডা সাতারকুল এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র মো. সিফাত (৩৫) ও একই এলাকার আলাউদ্দিন দেওয়ানের পুত্র জাকির দেওয়ান (৪১)। তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার এসআই ফারুক বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন সৈয়দ আবুল মকসুদ
পরবর্তী নিবন্ধসন্দেহ পিছে ফেলে চলুন একসাথে চলি : দোরাইস্বামী