চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খোরশেদ আলম (১৯) নামে ওই যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত যুবকের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের পশ্চিম পাড়ার তিন নম্বর ওয়ার্ডে। তিনি একটি সিগারেট কোম্পানিতে নৈশপ্রহরীর চাকুরি করেন বলেও জানিয়েছে পুলিশ।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, ওই যুবক ২০ ফেব্রুয়ারি রাত থেকে পুলিশের নজরদারিতে ছিল। তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে দুজন সহকারী প্রক্টরসহ ভুক্তভোগী শিক্ষার্থী থানায় গিয়ে অভিযুক্তকে নিশ্চিত করেছে।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চবি শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে আমরা একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় বাজার করতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ওই শিক্ষার্থী।