উখিয়ার কুতুপালংয়ে দিনে-দুপুরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা কুতুপালং পিএফ পাড়ার বাসিন্দা রনি চৌধুরী ও তার স্ত্রী কাজলী রাণী দাসের বসতভিটায় তাণ্ডব চালিয়ে ভাঙচুর এবং গাছপালা কেটে তছনছ করে মালামাল লুঠ করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কাজলীর ভাই মৃদুল কান্তি নাথ বলেন, উখিয়া বাজারের সন্ত্রাসী রাখাল নাথ সন্ত্রাসী দলবল নিয়ে আমার বোন কাজলী দাসের বসতভিটা জবরদখল করতে যায়। এসময় কাজলী ও তার স্বামী চাকরি ও ব্যবসার কাজে বাইরে ছিল। সন্ত্রাসীরা কাজলীর বসতবাড়ি ভাংচুর করে পানির মোটর, গাছপালা কেটে, বসতভিটার ঘেরাবেড়া কেটে নিয়ে যায়। এ সময় কাজলীর ঘরে থাকা আমার স্ত্রী নমিতা দাস, ৯ বছরের শিশু জিসান নাথ ও ভাগনি ডলি নাথকে (১৬) মারধর করে আহত করে ঘরের মধ্যে আটকিয়ে রাখে।
কাজলী দাস বলেন, আমি এনজিওতে চাকরি করি। আমার স্বামী ব্যবসায়ী। উখিয়া থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বেশ কিছুদিন ধরে রাখাল নাথ আমাদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দিয়ে আসছিল। আমরা রাতে ভয়ে বাড়িতে থাকতে পারছি না। তারা ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে উখিয়া থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।