বান্দরবানে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম হ্লামেনু মারমা (৫৮)। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় টমটম থেকে চলন্ত অবস্থায় পড়ে যান মারমা সম্প্রদায়ের ঐ বৃদ্ধা।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, চলন্ত টমটম থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্নের উদ্যোগ নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালের মরদেহ রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”