আকাশে এক বিমানের ইঞ্জিন অচল ।। ইউনাইটেডের ২৪টি বিমান ‘গ্রাউন্ডেড’

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

রানওয়ে থেকে উড্ডয়নের কিছু সময় পর নিজেদের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ইঞ্জিন অচল হয়ে পড়ার ঘটনায় একই রকম ইঞ্জিন আছে এমন ২৪টি বিমানের উড্ডয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স। খবর বিডিনিউজের।
শনিবার হনুলুলগামী তাদের ফ্লাইট ৩২৮ টেক-অফের কিছু সময় পর ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। বিমানে সেসময় ২৩১ যাত্রী ও ১০ ক্রু থাকলেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় ছড়ানো ছিটানো অবস্থায় ইঞ্জিন অচল হয়ে পড়া জেটটির যন্ত্রাংশও পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধ‘দুই মাসে ১০টি মহড়া চালিয়েছে ইরান’
পরবর্তী নিবন্ধমেক্সিকোতে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬