রেলওয়ের ফৌজদারহাট স্টেশন অপরিষ্কার রাখায় স্টেশন মাস্টার রতন কান্তি দাশকে সাময়িক বহিষ্কার করেছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। খবর বাংলানিউজের। গতকাল সোমবার দুপুর ১২টায় ফৌজদারহাট স্টেশন পরিদর্শনে যান তিনি। এসময় স্টেশনজুড়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থা দেখে জিএমের নিজস্ব ক্ষমতাবলে তাৎক্ষণিক এই পদক্ষেপ নেন। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত বাংলানিউজকে বলেন, স্টেশন অপরিষ্কার রাখায় জিএম স্যার ওই স্টেশন মাস্টারের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছেন।