মাতৃভাষার মর্যাদা রক্ষায় নামফলকে বাংলাকে প্রাধান্য দিতে হবে

আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেয়র

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, একুশ মানে স্বাদেশিকতা, দেশপ্রেম এবং নৈতিকতাবোধ। এই সকল চিরন্তন বাণীর আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ সাল থেকে জাতির অন্তরে স্বাধীনতার বীজ বপণ করেছিলেন। তিনি গত রোববার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরশেন (চসিক) পাবলিক লাইব্রেরির কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি নগরীর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রতিষ্ঠানের নামফলকে বাংলাকে প্রাধান্য দিতে হবে। তা না হলে জরিমানা করা হবে। এই নির্দেশনা অমান্যকারীদের চরম শাস্তির মুখোমুখি হতে হবে। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর শহিদুল আলম, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, আশরাফুল আলম, পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, ওয়াসিম উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, মোরশেদ আলী, রুমকী সেনগুপ্ত, জাফরুল হায়দার সবুজ, আফরোজা কালাম, এসারুল হক, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেয়র রেজাউল করিম চৌধুরী। এদিকে আরেক অনুষ্ঠানে মেয়র ‘সেতু ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের’ পক্ষ থেকে ‘পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিন-খাবার নিন’ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১৫০০ অসহায় পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে সাবেক এসআই নবী উল্লাহর সাজা বহাল
পরবর্তী নিবন্ধকার্যালয় অপরিষ্কার স্টেশন মাস্টার বহিষ্কার