দোহাজারীতে আগুনে পুড়ল বসতবাড়ি, চকরিয়ায় ৭ ব্যবসা প্রতিষ্ঠান

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাজী মো. হারুনুর রশিদের বসতঘর আগুনে পুড়ে গেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। অন্যদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাস স্টেশন এলাকায় আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী জানান, নাছির মোহাম্মদপাড়ার হাজী মো. হারুনুর রশিদের ঘরে গত রোববার রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরের সদস্যরা ঘুমিয়ে ছিল। আগুনের আঁচ পেয়ে তারা বেরিয়ে গিয়ে জীবন রক্ষা করে। তবে ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, কৃষি কাজের কীটনাশক, বীজ, সারসহ বিভিন্ন মূল্যবান মালামাল, ছেলেমেয়েদের সনদপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
জানতে চাইলে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান, অগ্নিকাণ্ডের ব্যাপারে দমকল বাহিনীকে কেউ অবহিত করেনি।
আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়, কঙবাজারের চকরিয়ায় রহস্যজনক আগুনে একসঙ্গে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পায়।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থেকে পাচারকালে বিদেশি মদসহ দুইজন আটক
পরবর্তী নিবন্ধস্কুল বন্ধ, তাই বাড়ির উঠানেই শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা