সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে শিক্ষা নীতিতে নির্দেশনা থাকা দরকার

আলোচনা সভায় আইআইইউসি ভিসি

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন বলেছেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে জাতীয় শিক্ষা নীতিতে দিকনির্দেশনা থাকা দরকার। একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলনের জন্য কৃষক, শ্রমিক ও তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন ভাষার সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে। ভাষার অবাধ বিকাশের জন্য অবাধ গণতন্ত্র থাকতে হয়।
২১ ফেব্রুয়ারি আইআইইউসি’র দিনব্যাপী অমর একুশে কর্মসূচির এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, ফিমেল একাডেমিক জোন ইনচার্জ ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হক এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও কবি চৌধুরী গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব পারিজাত এলিট ও খান ফাউন্ডেশন চুনতিতে চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধএস কে সুর চৌধুরী ও শাহ আলমের ব্যাংক হিসাব তলব