স্বামী ঘরে মজুদ করেন ইয়াবা, স্ত্রী বেচেন

নগরীর টেকনাফ পাড়ায় দম্পতিসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

ইয়াবা ব্যবসার জন্য মাদকসেবীদের কাছে জনপ্রিয় করতে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানঠুলির ইসলাম সওদাগর গলির নাম রাখা হয়েছে ‘টেকনাফ পাড়া’। গতকাল সোমাবার সেই টেকনাফ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল মো. খোকন (৩৫), তার স্ত্রী কোহিনুর আক্তার মুন্নী (২৭), ফরিদা বেগম (৩২) এবং সাইফুল ইসলাম (৩৪)। মাদক ব্যবসায়ী ওই দম্পতির মধ্যে স্বামী খোকন বাইরে থেকে ইয়াবা কিনে আনে ঘরে মজুদ করেন। সেই ইয়াবা খুচরা হিসেবে মাদকসেবীদের কাছে বিক্রি করেন তার স্ত্রী মুন্নী।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন দৈনিক আজাদীকে বলেন, পাঠানটুলি এলাকা থেকে এক দম্পতিকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। কাস্টমারদের আকৃষ্ট করতে তারা পাঠানটুলির ইসলাম সওদাগর গলি এলাকার নাম দিয়েছিল চট্টগ্রামের টেকনাফ। পরে ওই দম্পতির স্বীকারোক্তি
মতে দামুয়া পুকুর পাড় থেকে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনের হোটেল কক্ষে পর্যটকের মরদেহ
পরবর্তী নিবন্ধআট দিন পর গুলিবিদ্ধ কলেজ ছাত্রের মৃত্যু