কক্সবাজার সওজকে ২০ লাখ জরিমানা

পাহাড় কেটে রাস্তা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পাহাড় কাটার অপরাধে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকল্প পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার এক শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানা করেন। কক্সবাজার জেলার চকরিয়া একতাবাজার থেকে পেকুয়া বানৌজা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক রবিউল আলমকে পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে এ জরিমানা করা হয়।
নূরুল্লাহ নূরী বলেন, ‘চকরিয়া একতাবাজার থেকে পেকুয়া বানৌজা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ করছে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। ওই প্রকল্পে সড়ক নির্মাণের জন্য প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কেটে সমান করা হয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নোটিশ দেয়। আমরা প্রকল্প সংশ্লিষ্টদের শুনানিতে ডেকেছিলাম। শুনানি শেষে প্রকল্প পরিচালককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।’ একইদিন মোট ১৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ২১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে আকাশ চট্টগ্রামে।। গন্তব্য টেকনাফ
পরবর্তী নিবন্ধমার্চেই হল খোলার দাবি ঢাবি শিক্ষার্থীদের