বাস্কেট বল খেলার বাস্কেট মানে তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়িতে তুষার জমে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গতকাল রাতে মাত্র ঘণ্টা দুয়েকের তুষারপাতে জনসাধারণ সামান্য দুর্ভোগে পড়লেও রৌদ্রোজ্জ্বল সকাল সে দুর্ভোগ ভুলিয়ে দিয়েছে এবং তা টেক্সাসের মতো অতিমাত্রায় যে ছিল না তা নিশ্চিত করে বলা যায়।
কলোরাডোতে বাস্কেট বলের ঝুড়িতে বলের বদলে বরফ জমে থাকার ছবিটি মোবাইল ফোনে ধারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের জামাল আহম্মেদ মাসুদ।