যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমেরিকা ফিরে এসেছে এবং মহামারি, জলবায়ু পরিবর্তন ও ইরানের পরমাণু বিষয়ক উচ্চাকাঙ্ক্ষাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করতে পুরোপুরি নিযুক্ত হয়েছে। গতকাল শনিবার বিবিসি এ তথ্য জানায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকারে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ওপর জোর দেন ব্লিঙ্কেন। একই সঙ্গে করোনা ভাইরাসের উৎপত্তি বিষয়ে অনুসন্ধানে চীনের স্বচ্ছতার অভাবেরও সমালোচনা করেছেন তিনি। খবর বাংলানিউজের।
সাতটি সবচেয়ে ধনবান শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন এর নেতাদের ভার্চ্যুয়াল সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ব্লিঙ্কেন। এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাই প্রথম নীতি ভাঙলেন তিনি। জি-সেভেনের সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।