ম্রোদের ৫ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে এবং চিম্বুক পাহাড়ের ম্রোদের ভূমিতে পাঁচ তারকা হোটেল নির্মাণ বন্ধের দাবি জানিয়ে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য নারী সংঘ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে পিসিপি সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় শুভ চাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সোহেল চাকমা ও নগর নারী সংঘের সভানেত্রী রেশমি মারমা। বক্তব্য দেন, কাজী আরমান, প্রত্যয় নাফাক, দীপা মজুমদার ও অ্যানি চৌধুরী। সমাবেশে বক্তারা চিম্বুক পাহাড়ে ম্রোদের ভূমি দখল করে পর্যটন নির্মাণের যে প্রচেষ্টা তা বন্ধ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।