মহাসড়কেই চলছে কাঠ ব্যবসা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে মহাসড়কেরই চলছে কাঠের ব্যবসা। উপজেলা সদর সংলগ্ন সুফিয়া রোড এলাকায় মহাসড়কের পাশেই গড়ে উঠা স’মিলকে কেন্দ্র করে এ ব্যবসা চলছে। মীরসরাই সদরের সুফিয়া রোড সংলগ্ন এই জোনটি এমনিতেই নানাভাবে ঝুঁকিপূর্ণ। গত কয়েক মাসে এই এলাকায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত এক মাস আগেও তালবাড়িয়ার ব্যবসায়ী স্বপন কুমার নাথ এই স্থানেই মারা যান। সম্প্রতি সময়ে একই স্থানে মহাসড়কের পূর্বপাশে তালবাড়িয়া সড়কের মুখে গড়ে উঠা স’মিলকে কেন্দ্র করে মহাসড়কের ওপরই দিনের পর দিন কাঠ স্তুপ করে রাখা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে বৈধ বা অবৈধ এই সকল কাঠের স্তুপগুলো মহাড়কের পাশে হাঁটার জায়গা দখল করে সড়কের ওপর কার্পেটিং পর্যন্ত দখল করে রেখেছে। বছরখানেক ধরেই এমন প্রবণতা লক্ষণীয়। অথচ বন বিভাগের রেঞ্জ কার্যালয়টি এর মাত্র একশ গজ পাশেই।
এ বিষয়ে স্থানীয় মাহমুদুল ইসলাম বলেন, অনেক সময় মহাসড়কের চট্টগ্রামমুখি এই ব্যস্ত সড়কে কয়েকটি গাড়ি এক সাথে ওভারটেক করার ঝুঁকিপূর্ণ সময়ে পথচারী কেউ রাস্তার পাশে সরে যাওয়ার উপায়ও নেই। এতে কখনো কখনো দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি যেন দেখার কেউ নেই। আবার মীরসরাই সদরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বসাধারণ সকলে ঝুঁকি নিয়েই প্রয়োজন সারছে মহাসড়কের এই অংশে। এই কাঠগুলো কার এবং কেনই বা মহাসড়কে স্তুপ করে রাখা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় আসেপাশের লোকজন রহস্যজনকভাবে বলতেও চাইছে না যেন এই বিষয়ে।
এ বিষয়ে স্থানীয় ৯নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, বিষয়টি আমারও দৃষ্টিগোচর হয়েছে। শীঘ্রই প্রশাসনের মাধ্যমে আইনি উদ্যোগ নেয়া হবে। মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই বিষয়ে শীঘ্রই কার্যকর উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা পেটস অ্যান্ড বার্ডস সোসাইটির বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধনির্ধারিত দামে ভোজ্যতেলের বিক্রি নিশ্চিত করার দাবি