কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ফাহিম আল ফারুক অভির (২২) লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় ১১ নম্বর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি অভির বলে সনাক্ত করেন তার পরিবার-পরিজন। অভি বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. মারজানের ছেলে। তিনি নগরীর একটি বেসরকারি টেঙটাইল মিলে চাকুরি করতেন।
সদরঘাট নৌ-থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ইপিজেডে পোশাক কারখানায় চাকরি করতেন।