মেয়রের ২০ দিনের পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারে চট্টগ্রাম সিটি কর্পোরেশননের (চসিক) ২০ দিনের ‘বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি’ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় নগরীর নতুন চান্দগাঁও থানার সম্মুখ চত্বরে কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র রেজাউল করিম চৌধুরী। মেয়রের ঘোষিত ১০০ দিনের কর্মপরিকল্পনাকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে ২০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করবে চসিক।
জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতিদিন চারটি ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার ও মশার ওষুধ ছিটানো হবে। কর্মসূচি চলবে ১১ মার্চ পর্যন্ত। চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।
কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রাখা হয়েছে ২৩২ জন পরিচ্ছন্ন কর্মী। প্রতিটি ওয়ার্ডে পরপর দুইদিন ৫৭ জন করে পরিচ্ছন্ন কর্মী কাজ করবেন। এর মধ্যে ৫০ জন নালা-নর্দমা পরিষ্কার করবে। পাঁচজন হ্যান্ড স্প্রে এবং দুইজন ফগার মেশিন দিয়ে মশার কীটনাশক ছিটাবে।
এদিকে মশক নিধনে মজুদ রাখা হয়েছে ১৬ হাজার লিটার এলডিও (কালো তেল নামে পরিচিত) ও সাত হাজার লিটার ‘লার্ভিসাইড’ (মশার লার্ভা ধ্বংসের কীটনাশক)। এছাড়া পূর্ণাঙ্গ মশা ধ্বংসকারী ‘এডাল্টিসাইড’ পর্যাপ্ত মজুদ নাই। তা সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সংগ্রহের পূর্বে ঢাকায় ছিটানো কীটনাশকের সঙ্গে চট্টগ্রামে ইতোপূর্বে ব্যবহৃত কীটনাশকের কোনো পার্থক্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পরিচ্ছন্ন বিভাগের একটি টিমকে ঢাকা যাবে।
কোন ওয়ার্ডে কোনদিন : আজ ও আগামীকাল পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর, চকবাজার, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া ২২ ও ২৩ ফেব্রুয়ারি শোলকবহর, বাগমনিরাম, পূর্ব বাকলিয়া ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে; ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চান্দগাঁও, মোহরা, জামালখান ও এনায়েত বাজার ওয়ার্ডে; ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জালালাবাদ, পাঁচলাইশ, পাহাড়তলী ও লালখান বাজার ওয়ার্ডে; ২৮ ফেব্রয়ারি ও ১ মার্চ পশ্চিম মাদার বাড়ি, পূর্ব মাদার বাড়ি, পাথরঘাটা ও বঙিরহাট ওয়ার্ডে; ২ ও ৩ মার্চ উত্তর আগ্রাবাদ, দক্ষিণ আগ্রাবাদ, আন্দরকিল্লা, ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে; ৪ ও ৫ মার্চ উত্তর পাহাড়তলী, উত্তর কাট্টলী, গোসাইলডাঙ্গা, হালিশহর ওয়ার্ডে; ৬ ও ৭ মার্চ দক্ষিণ মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে; ৮ ও ৯ মার্চ দক্ষিণ পাহাড়তলী, দক্ষিণ কট্টলী, দেওয়ানবাজার ও উত্তর হালিশহর ওয়ার্ডে এবং ১০ ও ১১ মার্চ সরাইপাড়া, উত্তর পাঠানটুলী, রামপুর, পাঠানটুলী ও আলকরণ ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঈমানের পরীক্ষা আল্লাহর অফুরন্ত রহমত প্রাপ্তির মাধ্যম -অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্‌
পরবর্তী নিবন্ধউদ্ধার হলো নিখোঁজ অভির লাশ