কদম মোবারক শাহী জামে মসজিদে গাউসিয়া কমিটি, কদম মোবারক রহমতগঞ্জ শাখার উদ্যোগে গত বুধবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির (রা.) ওরশ মাহফিল উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ বদিউল আলম রেজবী। উপস্থিত ছিলেন ইমাম হাফেজ ইকরাম হোসেন, মো. আয়ুব, সাইফুল আলম বাপ্পি, ফরহান হায়দার, মো. আলম, আবু জাফর চৌধুরী, কামরুজ্জামান কায়সার, মো. আবুল হাসেম, অ্যাড. লিয়াকত, মাহমুদ চৌধুরী, জসিম মঞ্জু, মো. শরীফ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, খোদাভীতি, নবীপ্রেম, সততা, মানবতা ও চারিত্রিক অনুপম গুণাবলী মানুষকে আলোকিত করে। আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জন এবং পরিশুদ্ধ জীবন গঠনে আউলিয়া কেরামের আদর্শ ও শিক্ষা অনুসরণের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।