সেই লুব অয়েল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

পরিবেশ দূষণের অভিযোগে সীতাকুণ্ডের মসজিদ্দা এলাকার স্টান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা সাত দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এদিকে সীতাকুন্ডের মসজিদ্দা এলাকায় পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে অনুমোদন না নিয়ে অবৈধভাবে লুব অয়েল রি-রিফাইনিং প্লান্ট স্থাপন করে উৎপাদিত বেজ অয়েল অনুনোদিতভাবে বিপণন করে আসছে। কারখানাটির চিমনি দিয়ে কালো ধোঁয়া নির্গত হয়ে বায়ু দূষণ করছিল। এনিয়ে গত ১৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদীতে “এক কারখানায় বছরের পর বছর পরিবেশ দূষণ, মসজিদ্দায় অনুমোদনহীন লুব অয়েল প্লান্ট” শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি টিম স্টান্ডার্ড লুব অয়েল লিমিটেডের প্লান্টটি পরিদর্শন করে বায়ু দূষণের প্রমাণ পাওয়ায় ওইদিনই প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে নোটিশ দেয়। পাশাপাশি পরিবেশ ছাড়পত্র না থাকায় স্থানীয় জিপিএইচ ইস্পাতের অঙিজেন প্লান্টকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সুধী সমাবেশ
পরবর্তী নিবন্ধচুয়েট কর্মচারী ক্লাবের নির্বাচন