আন্দরকিল্লা ওয়ার্ডে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে দুস্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে চতুর্থবারের মত নির্বাচিত কাউন্সিলর জহর লাল হাজারী তার সেবামূলক কার্যক্রম শুরু করেন। স্থানীয় সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৪শ উপকারভোগীকে এই শীতবস্ত্র প্রদান করা হয়। কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাদের। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রতন আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহিলা কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, জানে আলম, নওশাদ আলী, কাজী হেলাল উদ্দিন, মিলন চক্রবর্ত্তী, সাজু বিশ্বাস, প্রতাপ চৌধুরী, লিটন দাশ, রাজু বিশ্বাস, শামীম আজাদ রুবেল, মো. ইলিয়াছ, বিরাম চক্রবর্ত্তী, আলমগীর, এফ রানা, নিপু শর্মা, জনি ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
চট্টলবীর মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসময় কাউন্সিলর হাজারী বলেন, মহিউদ্দিন চৌধুরী আমার দীক্ষাগুরু। তার শিষ্য হিসেবে আমি সকলের সেবক হয়ে থাকতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপরাণ রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান