খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুই যাত্রী নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন আমলাই গ্রামের বাসিন্দা পরেন্দ্র ত্রিপুরার ছেলে হরেন্দ্র ত্রিপুরা(৩৮) ও ধর্ম কুমার ত্রিপুরা ছেলে গজেন্দ্র ত্রিপুরা(৪৯)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাজারে গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে আমলাই হাদুক পাড়া পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা, চয়ন ত্রিপরা আহত হন। আহদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।