সামাজিক উন্নয়ন প্রকল্প হতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চারদিকে আধুনিক ও দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
সমপ্রতি হাসপাতালের সমপ্রসারিত শিশু কিডনী ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন এম এ সালাম। পরে হাসপাতালের কনফারেন্স রুমে অবকাঠামোর বিভিন্ন সংকটের কথা এম এ সালামের কাছে তুলে ধরেন পরিচালনা পরিষদের ডোনার সদস্য ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী। তারই প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এম এ সালাম জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালের জন্য বিভিন্ন সহযোগীতার আশ্বাস প্রদান করেন। আলোচনায় অংশগ্রহণ করেন হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, ডাক্তার নুরুল হক। প্রেস বিজ্ঞপ্তি।