চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র কার্যালয় ভিত্তিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমে প্রতি মাসের ৩য় শুক্রবার মাসিক স্টাডি সার্কেল ও ৪র্থ কিংবা শেষ শুক্রবার মাসিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চলতি মাসের স্টাডি সার্কেল অনুষ্ঠিত হবে। এ মাসের বিষয়, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবন।’ এরপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। এমাসের চলচ্চিত্র, সত্যজিৎ রায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ছবি ‘অপুর সংসার।’ স্টাডি সার্কেল ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ৩৪ বৌদ্ধ মন্দির রোড (৪র্থ তলা), নন্দন কাননের কার্যালয়ে। প্রেস বিজ্ঞপ্তি।