চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, সিনিয়র আয়কর আইনজীবী, ফটিকছড়ি উপজেলার নারায়নহাটস্থ হাফানিয়া গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী মোহাম্মদ শাহজাহান চৌধুরী গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৫টায় স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমের প্রথম নামাজে জানাজা জমিয়তুল ফালাহ জামে মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা নারায়নহাটস্থ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহজাহান চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।