চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ২৬.৩৯ কোটি টাকা। মোট ১,৩১২টি লেনদেনের মাধ্যমে ৭৭.৯৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৬.৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৯৪১.২৯ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৯.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২৮.৬৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০০৩.৪২-তে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৬,৭০৩.৯৮ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৫৯৯.৯৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১০৭টির। অপরিবর্তিত রয়েছে ৫৭টির।