হাটহাজারীতে এক রাতে দুটি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক ওই এলাকার ত্রিটন বৈষ্ণব।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিটনের পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।