বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অবসরোত্তর লোকো মাস্টারদের বিদায় সংবর্ধনা পাহাড়তলী এমএস হক স্মৃতি মিলনায়তনে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুঁইয়া এতে সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ঢাকা, আখাউড়া, লাকসাম, সিজিপিওয়াই, হালিশহর ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণরত পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লোকো মাস্টারগণ, পাহাড়তলী শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি পাহাড়তলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। প্রথম পর্বের সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বিআরইএল সভাপতি কাজী আনোয়ারুল হক, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এসকে বারী খোকন, রেল জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, লোকো রানিং এর সাংগঠনিক সম্পাদক এমএম শাহেদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল বারী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, উদযাপন পরিষদের সদস্য সচিব মীর এবিএম শফিকুল আলম, ইকবাল আহমেদ, মো. সামছুল আলম, রেজাউর রহমান মজুমদার, রুহুল কুদ্দুস টিটু, হোসেন শহীদ, মো. ফজলুল হক, মো. হানিফ, মো. ওমর ফারুক, মো. মাসুদুর রহমান, গোলাম শাহরিয়ার, মো. জাহাঙ্গীর, হোসেন, মাহাবুব আলম, মো. নুরুল আমিন প্রমুখ।
বক্তারা লোকো মাস্টারদের ন্যায্য পাওনা হলিডে মাইলেজ প্রদান এবং ঝুঁকিভাতা চালুর দাবি জানান। প্রধান বক্তা মো. মজিবুর রহমান বলেন, অবিলম্বে বাংলাদেশ গেজেট-২০২০ বাতিল করে সংশোধনী প্রকাশ করতে হবে। তিনি চাকরিচ্যুত লোকোমাস্টারদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন। পাহাড়তলী শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএম শাহেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অবসরত্তোর লোকো মাস্টারদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী ফকির মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মোস্তফা জাকির হাসান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. ওয়াহিদুর রহমান, বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা আখতারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিঞ্জপ্তি।