বড়দীঘির পাড় দামুয়া মাঠ রক্ষা কমিটির সভা আবু তাহের মাস্টারের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় কমিটির সদস্য সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির সূচির মধ্যে রয়েছে ১৮ ফেব্রুয়ারি গণ অনশন, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন করে মৌন প্রতিবাদ, ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় গণ জামায়েত, ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভাষা শহীদ দিবস স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও সভা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, ২২ ফেব্রুয়ারি গণস্বাক্ষর কর্মসূচি, ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও ২৪ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি।
সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ, মো. হান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামাল উদ্দীন, মো. সেলিম, মুন্সি মো. নুরুল আবছার, ইউপি সদস্য মো. আজিম, মো. সিরাজদ্দৌলা, আনোয়ারুল আজিম মিশু, মো. নাজিম, রায়হান জয়, মো. রুবেল, আকবর, মো. শমসু, মো. ইলিয়াছ ও মো. ইফতি। প্রেস বিজ্ঞপ্তি।












