অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল গতকাল বুধবার নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ইউছুপের সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের নেতা সোলায়মান, ওমর ফারুক হাসান মোল্লা, আলম, কামাল ভান্ডারী প্রমুখ। সভায় বক্তারা পরিবহন শ্রমিক নেতা এস.এম.তারেক মাহমুদের নিঃশর্ত মুক্তি এবং মহানগরী এলাকায় ৪ হাজার ও ঢাকা মহানগরী এলাকায় ৫ হাজার সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদানসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধজামালপুরে জেএমবির পাঁচ সদস্যের ১৫ বছর কারাদণ্ড