দুদকের মামলায় ‘ইয়াবা কারবারি’ কারাগারে

জমা দেননি সম্পদ বিবরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় আব্দুর রহিম নামে এক আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামির বিরুদ্ধে টেকনাফে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে। গতকাল বুধবার বিভাগীয় স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত টেকনাফ উপজেলার বাসিন্দা আসামি আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক আজাদীকে বলেন, অভিযুক্ত আব্দুর রহিমকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে অভিযুক্ত ব্যক্তি দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেনি। ২০১৯ সালে ১ এপ্রিল দুদুকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মাহমুদুল হক জানান, এ মামলার পর আসামি হাইকোর্টে একটি মিস মামলা করেন। হাইকোর্ট আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। গতকাল বুধবার আসামি আত্মসমর্পণপূর্বক জামিন চাইলে আদালত শুনানি শেষে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ আইনের ২৬ ধারার ২ উপধারায় মামলা হয়। এ আইনে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তিন বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমন্বয় ও উন্নয়ন : মেয়রের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স
পরবর্তী নিবন্ধকদমতলীতে বাস চাপায় পথচারীর মৃত্যু