ভাটিয়ারীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

ভাটিয়ারী থেকে দেড় হাজার ইয়াবাসহ মো. ফিরোজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মহাসড়কের পশ্চিম পাশে বাস স্ট্যান্ডের বাঁধন কাউন্টারের সামনে থেকে এসআই মো. আশরাফ ছিদ্দিক তাকে আটক করে। ফিরোজ উখিয়ার দক্ষিণ রহমতের বিলের জাফর আলমের পুত্র।
এব্যাপারে থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ফিরোজের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে জেলা শিল্পকলা একাডেমির সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমুনিরীয়া যুব তবলীগের গাউছুল আজম কনফারেন্স ১৯ ফেব্রুয়ারি