দক্ষিণ রাউজানের পূর্ব গুজরাস্থ রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে রঘুনন্দন ভবনে সাধক রঘুনন্দন চৌধুরী ৩৯৫তম আবির্ভাব উৎসব শুরু হচ্ছে আগামীকাল। এ উপলক্ষে এক সভা পরিচালনার পরিষদের সভাপতি জ্যোতির্ম্ময় চৌধুরী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন। বক্তব্য রাখেন ক্যাপ্টেন রঞ্জন চৌধুরী, অরুণ বিকাশ মহাজন, অনিল কান্তি মহাজন, সত্যরঞ্জন দাশ, প্রণব কান্তি দাশ, সুমন মহাজন, কার্ত্তিক দত্ত, সুমন্ত নন্দী, অমর কৃষ্ণ বিশ্বাস, আশীষ চμবর্ত্তী, সুকান্ত নন্দী, তরুন তপন নন্দী মাধব, পিংকু সেন, বিকাশ দাশ, কাঞ্চন দে, চন্দন দাশ, রামপ্রসাদ নন্দী প্রমুখ। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় কীর্ত্তন পরিবেশন করবেন কবিয়াল প্রদীপ রুদ্র ও সুদেব মজুমদার। পরদিন সকাল ১০টায় বিশ্বশান্তি গীতাযজ্ঞের সভায় পৌরহিত্য করবেন ফতেয়াবাদ ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। বেলা ১ টায় প্রসাদ আস্বাদন, গোধুলীলগ্নে গীতাযজ্ঞের পূর্ণাহুতি ও সমবেত প্রার্থনা। প্রেস বিঞ্জপ্তি