চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে আজ সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম অফিসার্স ক্লাবে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হবে। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম যেসব ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট সম্পাদক, কৃতি ক্রীড়া সংগঠক এবং জেলার কৃতি ক্রিকেটারদের সম্মাননা প্রদান করা হবে। বলা যায় ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকদের মিলন মেলার আয়োজন করেছে আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে চট্টগ্রামের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ছাড়ও ক্রীড়া সংগটকরা উপস্থিত থাকবেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন।