চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, পশুত্বই সকল পশুর জন্মগত স্বকীয় বৈশিষ্ট্য। কিন্তু মানুষ হয়ে জন্মালেই সকলে মনুষ্যত্ব বোধে বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে না। এর জন্য প্রয়োজন উদার নৈতিক ধর্মীয় অনুশাসন, মানবিক গুণাবলী অর্জন, জ্ঞান আহরণ এবং নীতি-নৈতিকতায় শুদ্ধাচারী জীবন ধারণ। এটা প্রত্যেক ধর্মেরই চেতনাগত মূলধারা। গতকাল বিকেলে কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চসিক পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী বাণী অর্চনা মণ্ডপে সম্মাননা প্রদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পূজা উদযপান পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারি, শৈবাল দাশ সুমন, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা হাসান মাহামুদ চৌধুরী শমসের, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, আশুতোষ দে, রতন কুমার চৌধুরী, উৎপল সেন, সমীর কর, রতন ভট্টাচার্য্য, প্রদীপ দে, টবলু দাশ, লিটন দাশ, শিক্ষিকা চম্পা মজুমদার, সিবিএ নেতা ফরিদ আহমেদ, মুজিবুর রহমান, জাহেদুল ইসলাম, আবুল মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।