বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব)’র প্রধান যান্ত্রিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করলেও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সনাতন ধর্মালম্বীদের জন্য একটি মন্দির নির্মাণ না হওয়াটা অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। রেলওয়ের হাজার হাজার একর জমি দখল করে একটি চক্র কোটি কোটি টাকা মালিক বনে গেছেন। অথচ সনাতন ধর্মালম্বীদের পূর্জা অর্চনার জন্য সিআরবি এলাকায় একটি মন্দির স্থাপন করা সময়ের দাবি। গতকাল মঙ্গলবার পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সর্বজনীন বাণী অর্চ্চনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন তাপস কুমার দাশ, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা অরুণ চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় সাংবাদিক শুকলাল দাশ ও সজীব সাহাকে সংবর্ধনা প্রদান করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তব্য দেন, বাবুল কান্তি চক্রবর্তী, আশীষ কুমার চৌধুরী, তাপস চন্দ্র দে, কনক কুমার মন্ডল, স্বপন কান্তি মজুমদার, কানন বরন দাশ, মিহির কুমার সরকার, মাদব চন্দ্র মল্লিক বিটু, শান্তনু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।