অবশেষে বান্দরবান শিশু পার্ক চালু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ২:৪৬ অপরাহ্ণ

অবশেষে বান্দরবান শিশু পার্ক চালু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের সেগুনবাগিচা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, পৌর কাউন্সিলর সৌরভ দাস শেখর, মোহাম্মদ আলী, সদর থানার ওসি শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৭ সালে শিশু পার্কটির নির্মাণ কাজ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও ১ হাজার রোহিঙ্গা ভাসানচরে
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ১৩ মৃত্যু